সর্বশেষ নোটিশ

শিক্ষার্থী ভর্তি তথ্য

  • শিক্ষার্থীর নাম অবশ্যই ইংরেজী জন্মনিবন্ধনের নামের বানানের সাথে হুবহু মিল থাকবে।
  • শিক্ষার্থীর বাবা ও মায়ের নাম তাদের এনআইডি কার্ডে যেমন আছে তেমন ইংরেজী বানান শিক্ষার্থীর জন্মনিবন্ধনে ও ভর্তির আবেদনে থাকবে।
  • শিক্ষার্থীর জন্মতারিখ সব জায়গায় একই থাকবে।
  • শিক্ষার্থীর জন্মনিবন্ধন নম্বর ভর্তির আবেদনে মিল থাকবে।
  • বিভিন্ন ধরনের কোটাতে ক্লিক করার পূর্বে প্রত্যেকটি কোটা সম্বন্ধে জেনে বুঝে সিদ্ধান্ত নিন। কেননা পরবর্তীতে কোটা প্রমানের জন্য প্রয়োজনীয় কাগজ দেখাতে না পারলে ভর্তি বাতিল হবে। যেমন: FF হচ্ছে মুক্তিযোদ্ধা পোষ্য কোটা। Sib হচ্ছে সহোদর কোটা। বর্তমানে অধ্যয়ন করছে এমন ছাত্রীর বোনের ক্ষেত্রে প্রযোজ্য। Dis হচ্ছে প্রতিবন্ধী কোটা যা প্রমানের জন্য প্রতিবন্ধী কার্ড থাকতে হবে।