দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় একটি সরকারি প্রতিষ্ঠান। এটি সরকারি ভর্তি নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়। বর্তমানে ডিজিটাল লটারীর মাধ্যমে প্রতিবছর ডিসেম্বর মাসের মধ্যেই পরবর্তী বছরের জন্য ছাত্রী ভর্তি কার্যক্রম সম্পন্ন হচ্ছে। আসন শূণ্য থাকা সাপেক্ষে অত্র প্রতিষ্ঠানে ৬ষ্ঠ হতে ৯ম শ্রেণিতে ছাত্রী ভর্তি করানো হয়।
ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম https://gsa.teletalk.com.bd/ এই ঠিকানায় হয়। ভর্তির নীতিমালা ও বিজ্ঞপ্তি সেখানে পাওয়া যাবে। তাই যারা ভর্তির বিষয়ে জানতে চান তারা উপরের ওয়েবসাইট দেখুন।
সাধারণত নভেম্বর মাসের মধ্যেই আবেদনের সময় শেষ হয়।
ভর্তির জন্য আবেদন করার সময় নিজে উপস্থিত থেকে সঠিত তথ্য প্রদান করে আবেদন করার অনুরোধ করা যাচ্ছে। তানাহলে, পরবর্তীতে ভুল তথ্যের কারণে ভর্তি জটিলতা সৃষ্টি হয় যার ফলে ভর্তি করা হয় না বা বাতিল হয়। ভর্তির আবেদনের সময় যা খেয়াল রাখবেন তা হলো-
- শিক্ষার্থীর নাম অবশ্যই ইংরেজী জন্মনিবন্ধনের নামের বানানের সাথে হুবহু মিল থাকবে।
- শিক্ষার্থীর বাবা ও মায়ের নাম তাদের এনআইডি কার্ডে যেমন আছে তেমন ইংরেজী বানান শিক্ষার্থীর জন্মনিবন্ধনে ও ভর্তির আবেদনে থাকবে।
- শিক্ষার্থীর জন্মতারিখ সব জায়গায় একই থাকবে।
- শিক্ষার্থীর জন্মনিবন্ধন নম্বর ভর্তির আবেদনে মিল থাকবে।
- বিভিন্ন ধরনের কোটাতে ক্লিক করার পূর্বে প্রত্যেকটি কোটা সম্বন্ধে জেনে বুঝে সিদ্ধান্ত নিন। কেননা পরবর্তীতে কোটা প্রমানের জন্য প্রয়োজনীয় কাগজ দেখাতে না পারলে ভর্তি বাতিল হবে। যেমন: FF হচ্ছে মুক্তিযোদ্ধা পোষ্য কোটা। Sib হচ্ছে সহোদর কোটা। বর্তমানে অধ্যয়ন করছে এমন ছাত্রীর বোনের ক্ষেত্রে প্রযোজ্য। Dis হচ্ছে প্রতিবন্ধী কোটা যা প্রমানের জন্য প্রতিবন্ধী কার্ড থাকতে হবে।